HSC Bangla suggestion 2023 has released today.  This suggestion would be 100% common for all HSC examination candidate student of all boards. HSC exam 2023 is knocking to the door. Therefore, all the students expecting A plus (A+), should take preparation properly for upcoming HSC examination 2023.  That is why a common and important HSC Bangla suggestion was very much needed. Through the proper analysis of previous year's board questions of all education board and test papers, first, I have given here the Bangla first paper suggestion for HSC examination 2023. And then I have given here the Bangla second paper suggestion 2023.

Related Suggestions for HSC examination:  

  • Physics Suggestion for HSC exam 2023
  • Chemistry Suggestion for HSC exam 2023
  • Mathematics Suggestion for HSC exam 2023
  • Biology Suggestion for HSC examination 2023
  • HSC Bangla Suggestion 2023 Dhaka Board
  • HSC Bangla Suggestion 2023 Chittagong Board
  • HSC Bangla Suggestion 2023 Rajshahi Board
  • HSC Bangla Suggestion 2023 Dinajpur Board
  • HSC Bangla Suggestion 2023 Cumilla Board
  • HSC Bangla Suggestion 2023 Sylhet Board
  • HSC Bangla Suggestion 2023  Jessore Board
  • HSC Bangla Suggestion 2023 Madrash Board


HSC Bangla 1st Paper Suggestion 2023

HSCXM has made an exclusive suggestion for HSC examination 2023. This suggestion is compatible for all education boards of Bangladesh such as Dhaka board, Rajshahi Board, Mymensingh Board, etc.  It's been already declared that HSC 2023 will start approximately from April and will end on May. And the very first exam that the examinees have to sit for is Bangla 1st paper. It is held 02 April (estimated), the very first day.  It's pretty much clear that Students will try their heart and soul to do well in this exam as it will help growing up their confidence for the upcoming exams ahead. And to do so, you will need HSC 2023 Bangla 1st paper question and 100% common suggestions. Every student from science, humanities, business and other faculties need Bangla 1st paper suggestions for obtaining GPA 5 in the exam. So, we are going to provide you all information about Bangla 1st paper suggestion, routine, model questions, model tests,  question pattern, marks distribution, syllabus, NCTB note book, question bank and also All subject suggestions for HSC exam 2023 in this website. We have made pdf of this document. So you can download pdf version of HSC Bangla 1st Paper Suggestion 2023.Syllabus for HSC exam changes every year in our country. So students often find themselves in a situation where they can't fix what to read and what not to. Moreover, they also fail to think what to expect in the question paper. 

HSC Bangla Suggestions 2023
HSC Bangla Suggestions 2023



HSC Bangla 1st Paper Goddo Suggestions 2023


এইচএসসি বাংলা গদ্যের সাজেশন নিম্নে দেওয়া হলোঃ

১. অপরিচিতা
২. বিলাসী
৩. আমার পথ
৪. মানব-কল্যাণ
৫. মাসি-পিসি
৬. বায়ান্নর দিনগুলো
৭. রেইনকোট
৮. সোনার তরী

HSC Bangla 1st Paper Poddo Suggestions 2023

এইচএসসি বাংলা প্রথম পত্র কবিতার সাজেশন নিম্নে দেওয়া হলোঃ

কবিতা
৯. বিদ্রোহী
১০. প্রতিদান
১১. তাহারেই পড়ে মনে
১২. আঠারো বছর বয়স
১৩. ফেব্রুয়ারি ১৯৬৯
১৪. আমি কিংবদন্তীর কথা বলছি


নাটক-উপন্যাস
১৫. লাল সালু
১৬. সিরাজউদ্দৌলা

এই ১৬ টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এইচএসসি পরীক্ষা হবে।

আঠারো বছর বয়স এইচএসসি বাংলা সাজেশন্স

১. তরুণদের শক্তি সাহস উদ্দীপনা সম্পর্কে ধারণা
২. অদম্য অপ্রতিরোধ্য তারুণ্যের সম্ভাবনাময় দিকগুলো
৩. আঠারো বছর বয়সের শারীরিক মানসিক সামাজিক সংকটের স্বরূপ
৪. ভুল সিদ্ধান্তের ফলে তারুণ্যের ধ্বংসাত্মক পরিণতি ঘটে।
৫. দেশ ও মানব জাতির কল্যাণে আঠারো বছর বয়সের প্রশস্তির তাৎপর্য – ব্যাখ্যা কর?

তাহারেই পড়ে মন এইচএসসি বাংলা সাজেশন ২০২৩

১. প্রকৃতির সঙ্গে মানব মনের সাদৃশ্য
২. শিল্প-সাহিত্য তৈরেতে মানব মনের প্রভাব ব্যাখ্যা কর।
৩. গতিময় স্বচ্ছন্দ জীবনে বিচ্ছেদ বেদনার প্রভাব
বিশ্লেষণ কর।

“সাম্যবাদী” বাংলা ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৩

১. পৃথিবীর সকল মানুষের প্রতি কবির সমদৃষ্টি ও অসাম্প্রদায়িক মনোভাব সম্পর্কে লেখ।
২. কূপমন্ডুকতা পরিহার করে উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হওয়ার গুরুত্ব বিশ্লেষণ কর?
৩. সকল ধর্ম ও ধর্ম গ্রন্থের সার কথার তাৎপর্য কী?
৪. লোকধর্ম অপেক্ষা মানুষের হৃদয় ধর্মের প্রতি গুরুত্ব আরোপ করার রহস্য

“এই পৃথিবীতে এক স্থান আছে” এইচএসসি সাজেশন ২০২৩

১. বাংলার প্রকৃতির সৌন্দর্যের স্বরূপ বিশ্লেষণ কর।
২. প্রকৃতি প্রেম ও দেশপ্রেমের সম্পর্ক ব্যাখ্যা লেখ।
৩. জন্মান্তরবাদ সম্পর্কে যা জান।
৪. প্রাচ্যের বিভিন্ন পৌরাণিক চরিত্র ও অনুষঙ্গ সম্পর্কে ধারণার স্বরুপ।
৫. বাংলার প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
৬.জীবনানন্দ দাশের কবিতার গঠন সম্পর্কে ব্যাখ্যা লেখ।

সেই অস্ত্র কবিতা সাজেশন

১. সভ্যতার চিরন্তন প্রতিশ্রুতি কী? ব্যাখ্যা কর।
২. প্রকৃতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হলে কি করতে হবে।
৩. ভালোবাসার প্রয়োজনীয়তা
৪. যুদ্ধের কুফল ও উত্তরণের পথ সম্পর্কে বিশ্লেষণ কর।
৫. জাতি ও বর্ণ বৈষম্য থেকে মুক্তি লাভের উপায় জী?
৬. মানবতার প্রতিশ্রুতি রক্ষায় ভালোবাসার গুরুত্ব কী? ব্যাখ্যা কর।

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বাংলা সাজেশন

এ কবিতা থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। কাজেই নিচের মূল বিষয় জানা আবশ্যক।

১.কবিতাটিতে প্রকাশিত স্বাজাত্যবোধ ও নৈতিকতা সম্পের্ক বল।
২. মেঘনাথ চরিত্রে ফুটে উঠা গুণাবলী দেশপ্রেমের স্বরূপ, বিশ্লেষণ কর।
৩. বিভীষণ চরিত্রে প্রকাশিত দেশের বৈরিতা বিশ্লেষণ কর।
৪. কবিতায় বিধৃত বীরত্ব ও কা-পুরুষতার স্বরূপ উদঘাটন।
৫. পৌরাণিক কাহিনী ও তার নতুননির্মাণ বিশ্লেষণ কর।

ঐকতান বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

১. পৃথিবীর বিচিত্র দেশ ও বৈচিত্র্যময় জনজীবনের সঙ্গে একাত্মতা অনুভব করার স্বরুপ।
২.অপাংক্তেয় ও প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা তাৎপর্য ও গুরুত্ব।
৩. শ্রমজীবী মানুষের কর্মের প্রতি শ্রদ্ধা।
৪. সাহিত্য বা শিল্প সৃষ্টিতে মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্বের স্বরুপ।




HSC Bangla 1st Paper Creative Questions Suggestions 2023



এইচএসসি শর্ট সাজেশন বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্রের কিছু সৃজনশীল প্রশ্ন। সাজেশনঃ এইচএসসি পরীক্ষা বাংলা ১ম পত্রে আসতে পারে এমন কিছু প্রশ্নের নমুনা নিচে দেওয়া হল। এগুলো অনুসরণ করলে আপনার অন্যান্য প্রশ্ন বা কমন না পড়লেই আপনি আনায়াসে উত্তর দিতে পারবেন। তাছাড়া এগুলো কমন পড়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে।

সৃজনশীল প্রশ্ন ১:
সমাজসেবার দিকে বাংলার ক্ষুদিরাম, হাজী মুহসিন, শেরে বাংলা ফজলুল হক, মওলানা আবদুল হামীদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা মতো মহান নেতার নাম উল্লেখযোগ্য। মানব সেবায় আত্মনিয়োগ করে ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় আছেন। তাঁরা শুধু অর্থ দিয়ে নয়, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে মানুষ সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এসব মহৎ ব্যক্তির জীবনাদর্শ অনুসরণ করে মানবসেবায় আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারি।

ক. কোন ধারণাটি সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
খ. কীভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়?
গ. উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সার্বিক চিত্র তুলে ধরতে পারেনি”— মন্তব্যটির যথার্থ?

সৃজনশীল প্রশ্ন ২.
দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজলে বাঁশি, বহ্নি হলো কান্না, হাসি
সুরের ব্যথায় প্রাণ উদাসী-
মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে!’

ক. কবি নিজেকে কার শিষ্য বলেছেন?
খ. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির অর্থবহন করে ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক, মন্তব্যটি কি যাথার্থ। বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩ :
লেভ তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির ছিল। একদিন প্রতিবেশী দেশে প্রতিদিন জমি ১০০ রুবল শুনে অধিক জমির লোভে সে দেশে ছুটে যায় আর জমি ক্রয় করে। এক দিনে যতটুকু জমি সে ঘুরতে পারবে, ততটুকু জমি তার মালিকানায় থাকবে। এমন লোভনীয় প্রস্তাবে সে ভীষণ লোভে পড়ে। সে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে ছুটে চলে, আর দৌড়ায়। কিন্তু তার শেষ পরিণতি মৃত্যুই হয়।

ক. মহাকালের স্রোতে কী টিকে ?
খ. মাঝি চলবার সময় কোনো দিকে তাকায় নি কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে কতটা প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪.
করিম রহিমের চায়ের দোকানে কাজ করে। একদিন করিম চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে দুটি কাপ ভেঙে ফেলে। এতে রহিম তাকে মারধর করে। রাতের কাজ শেষে যখন করিম বাড়ি ফিরবে হঠাৎ সে দোকানের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে, দোকানির মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে করিম রহিমের টাকাগুলো ফেরত দেয়। তখন রহিম করিমকে শাস্তি দেওয়ার জন্য লজ্জিত হয়। পরে করিমের বেতন বাড়িয়ে দেয়।

ক. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
খ. ‘ফুল করি দান সারাটি জনম-ভর’— পঙক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে প্রতিদান’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।
ঘ. “রহিম সাহেবের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক।’- উক্তিটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৫
প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

ক. কমলবান’ শব্দের অর্থ কী ?
খ. “আবার নামবে সালাম রাজপথে” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “ফেব্রুয়ারি ১৯৬৯”- এর কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
ঘ. “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি কী যথার্থ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬
ভিতরে আমার বাঁশি বাজে না আর,
উড়েনা পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক
নদী জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় ।

ক. ‘তাহারেই পড়ে মনে” কবিতাটি ১ম কোন পত্রিকা প্রকাশিত করে?
খ. “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকটির কোন দিকটি “তাহারেই পড়ে মনে” কবিতার সাথে মিলে, তা চিহ্নিত কর আলোচনা কর।
ঘ. উদ্দীপকের ‘ভিতরে আমার বাশিট বাজেনা আর’ এর দহন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও?


 
নিচের ৭ নং প্রশ্নটি বাংলা ১ম পত্রের অপরিচিতা পাঠ থেকে। এ প্রশ্নটি অনুসরণ করলে আপনার এ পাঠের সংশ্লিষ্ট প্রশ্ন দিতে পারবেন।

সৃজনশীল প্রশ্ন ৭ :
কন্যার পিতা কমল ঠাকুর আমাদের সুজন দত্তের হাতে পায়ে ধরিয়া বলিলেন, “শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।” সুজন দত্ত বলিলেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।” এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া ইতোমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, “কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।

ক. অনুপমের বয়স বিয়ের সময় কত ছিল?
খ. ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।” ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকের বরের সাথে ‘অপরিচিতা” গল্পের অনুপমের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ. “উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।”- মন্তব্যটির যৌক্তিক আলোচনা কর।




HSC Bangla 1st Paper MCQ Suggestions 2023





HSC Bangla 2nd paper Suggestions 2023




০১/ বাংলা উচ্চারণের নিয়ম সাজেশন এইচএসসি ২০২৩

  • উচ্চারণ রীতি কি বাংলা শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা লেখ।।
  • বাংলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।।
  • বাংলা (অ) ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লিখ।
  • বাংলা (এ) ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।।

অথবা

শুদ্ধ উচ্চারণ লেখ। (যেকোনো পাঁচটি) 


অলি, কাজল, দৈব, এখন, অতঃপর, নদী, ক্ষমা, পদ্য, নিঃশেষ, অনু, মাদল, বৈধ, পরী, লক্ষণ, গদ্য, প্রণীত।



০২/ বাংলা শুদ্ধ বানানের নিয়ম সাজেশন এইচএসসি ২০২৩

  • বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম /অ তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লিখ।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ
  • জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ।
  • বাংলা ভাষায় বিদেশী শব্দ লেখার পাঁচটি নিয়ম লেখ।
  • ণত্ব বিধান বলতে কি বুঝ? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ।
  • ত্ব বিধান বলতে কি বুঝ? ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখ।।


 অথবা

যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ সাজেশন এইচএসসি ২০২৩


ক্ষীণজীবী, সান্তনা, কৃতকার্য, সদ্যজাত, বস্তুনিষ্ঠ, দূরদর্শিতা, ভৌগলিক, আশীষ, পরিপক্কতা, প্রতিদ্বন্দ্বিতা, আকাঙ্ক্ষা, ন্যূনতম, কীর্তিমান, পুরস্কার, বুদ্ধিজীবী, ক্রীতদাস।

০৩/ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি সাজেশন এইচএসসি ২০২৩

  • পদ বলতে কি বুঝ? উহা কত প্রকার ও কি কি? সংগা সহ লেখ।।
  • বিশেষণ পদ কত প্রকার ও কি কি? 
  • বিশেষণের অতিশায়ন বা তারতম্য বলতে কি বুঝ?
  • অব্যয় পদ কত প্রকার ও কি কি?
  • ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার ও কি কি?
  • গঠন অনুসারে ক্রিয়া পদ কত প্রকার ও কি কি?
  • ক্রিয়ার ভাব বলতে কি বুঝ? ইহা কত প্রকার ও কি কি?
  • পদ পরিবর্তন বলতে কি বুঝ? উহা কত প্রকার ও কি কি?
  • সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পাঁচটি পার্থক্য লেখ।
  • সাপেক্ষ সর্বনাম কাকে বলে এ ধরনের সর্বনাম এ তিনটি উদাহরণ 2 টি করে প্রয়োগ দেখাও
অথবা

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য/ বিশেষণ/ক্রিয়াপদ চিহ্নিত করো।


০৪/  বাংলা শব্দ সাজেশন এইচএসসি ২০২৩

  • বাংলা শব্দ গঠন বলতে কি বুঝ?
  • শব্দ বলতে কি বুঝ?? উৎপত্তি/ গঠন/ অর্থ অনুসারে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখ।
  • শব্দ গঠন বলতে কি বুঝ? কি কি? পদ্ধতিতে শব্দ গঠিত হয়
  • উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে আলোচনা করো।
  • বাংলা, সংস্কৃতি, বিদেশি উপসর্গ যোগে শব্দ তৈরি করে বাক্য প্রয়োগ করে দেখাও


অথবা

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় সাজেশন এইচএসসি ২০২৩

পুষ্টিকর, ত্রিরত্ন, পথে-ঘাটে, নীলাকাশ, বদ মেজাজী, চাঁদমুখ, কানাকানি, সচিত্র, জাদুকর, চতুর্ভুজ, বাহুলতা, মধ্যবয়সি, সুকণ্ঠ, সহজাত, জলেস্থলে, লাঠালাঠি।

অথবা,

প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় সাজেশন এইচএসসি ২০২৩

দর্শণীয় বর্মী, বৃষ্টি, দোকানদার, সোনালী, দোলনা, ঢাকায়, নায়ক, বক্তব্য, পিপাসা, দ্রাঘিমা, জেলে, সঞ্চয়।

০৫/ বাক্যতত্ত্ব সাজেশন এইচএসসি ২০২৩

  • বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি?
  • অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি?
  • একটা সার্থক বাক্য গঠনের কি কি? গুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও


 অথবা

বাক্যান্তর সাজেশন এইচএসসি ২০২৩

  • এইমাত্র যে এলো, সে একজন ছাত্র। (সরল)
  • কি ভয়ঙ্কর ঘটনা! (নির্দেশনা মূলক)
  • তার নাম রেশমা। (জিজ্ঞাসা মূলক)
  • তোমার যাওয়াই উচিত। (অনুজ্ঞাসূচক)
  • লোকটি ধনী হলেও কৃপণ। (জটিল)
  • সে সুস্থ নয়। (অস্তিবাচক)
  • তুমি অন্যায় করেছো। (নেতিবাচক)
  • সুন্দর গল্পটি ভোলা যায় না।
  • তার চাকরিটা হয়ে গেছে।
  • আমি তোমার মঙ্গল কামনা করি।

০৬/ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সাজেশন এইচএসসি ২০২৩

যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ।।
  • তিনি আরোগ্য হইয়াছেন।
  • সব মাছ গুলোর দাম কত?
  • আপনি কি আমার স্বপক্ষে না বিপক্ষে?
  • ইদানিংকালে তার অবকাশ নেই।
  • তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
  • বাজারে খাঁটি সরিষার তেল দুর্লভ।
  • আবশ্যকীয় বিছানাপত্র সঙ্গে লইয়া আসিবেন।

অথবা

অনুচ্ছেদটি শুদ্ধ করো:

বৃষ্টি চলাকালীন সময়ে রাতুন ফিরে এলো। সে খুব সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমে সে আকন্ঠ পর্যন্ত ভোজন করিল। তা দেখে রাতুলের মা বিস্মিত হল। তবে রাতুল নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।

০৭/ পারিভাষিক শব্দ / বাংলায় অনুবাদ সাজেশন এইচএসসি ২০২৩

যেকোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ।।

Faculty, embargo, advisor, sabotage, white -peper, manuscript, oath, code. Auditor, fiction, index, quack, civil war, boycott, expert.

বাংলা অনুবাদ সাজেশন এইচএসসি ২০২৩

Punctuality is to be cultivated and form into a habit. This quality is to be acquired through all our works from our boyhood. Boyhood is the seed time. The Habit formed at this time will continue all through our life


০৮/ দিনলিপি লিখন /অভিজ্ঞতা বর্ণনা /ভাষণ/ প্রতিবেদন সাজেশন এইচএসসি ২০২৩

এ অংশ থেকে শুধু ভাষণ ও প্রতিবেদন এর ওপর ভালোভাবে প্রস্তুতি নিলেই হবে।
  • আলোকিত মানুষ চাই।
  • এইডস মৃত্যুর অপর নাম। বাঁচতে হলে জানতে হবে।
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য।
  • নৈতিক অবক্ষয় উন্নয়নের অন্তরায়।
  • সড়ক দুর্ঘটনা রোধে চাই সকলের সচেতনতা।
  • দুর্নীতির কারণ ও প্রতিকার।
  • মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ।
  • ছাত্র রাজনীতির একাল ও সেকাল।
  • ইভটিজিং প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা।
  • জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা।

অথবা

ভাষণ তৈরি সাজেশন এইচএসসি ২০২৩

  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে একটি ভাষণ তৈরি করো।
  • স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি করো।
  • ইন্টারনেটের গুরুত্ব বর্ণনা করে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।
  • খাদ্যে ভেজাল কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি করো।
  • শিক্ষা উন্নয়নের পূর্বশর্ত শীর্ষক আলোচনা সভায় আলোচকের একটি ভাষণ তৈরি করো।


প্রতিবেদন রচনা সাজেশন এইচএসসি ২০২৩

  • তোমার কলেজে স্বাধীনতা দিবস উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন লেখ।
  • তোমার এলাকায় অনুষ্ঠিত একটি তথ্য ও প্রযুক্তি মেলার উপর একটি প্রতিবেদন লিখ।
  • তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন লেখ।
  • সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও এর প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন লেখ।
  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ এবং তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন লিখ।
  • তোমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন লিখ।
  • পরিবেশের ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।
  • শিশুশ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো।
  • মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো
  • শীতার্ত মানুষের দুঃসহ জীবন শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
  • ঘূর্ণিঝড় উপদ্রুত একটি এলাকায় বিপর্যস্ত জীবন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
  • তোমার এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চেয়ে একটি প্রতিবেদন রচনা করো
  • নগর উন্নয়ন বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো।
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো।


০৯/ বৈদ্যুতিক চিঠি বা ইমেইল সাজেশন এইচএসসি ২০২৩

  • বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি ইমেইল পাঠাও।
  • এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
  • তোমার বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
  • বাংলায় এমন একটি ইমেইল পাঠাও যা তোমার প্রবাসী বন্ধুকে তোমার এলাকা ভ্রমণে উদ্বুদ্ধ করবে।
  • তোমার বন্ধু সম্প্রতি তার পিতাকে হারিয়েছে। সান্তনা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
  • কানাডার একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হবার জন্য বিস্তারিত জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ইমেইল পাঠাও।
  • তোমার সাম্প্রতিক ভ্রমণ সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ই-মেইল পাঠাও।
  • নিয়মিত অধ্যায়ন করার পরামর্শ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে একটি ইমেইল পাঠাও।
  • তোমার বিদেশী বন্ধুকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।


পত্র লিখন  সাজেশন এইচএসসি ২০২৩

  • ডাকযোগে বই প্রেরণের অনুরোধ জানিয়ে একটি প্রকাশনার কেন্দ্রের ম্যানেজার বরাবর ব্যবসায়িক পত্র লেখ।
  • তোমার কলেজে বাংলা নববর্ষের বর্ণনা জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
  • মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে একটি উপদেশমূলক পত্র লেখ।
  • তোমার কলেজে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।
  • তোমার সদ্য পঠিত একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে পত্র লেখ।


আবেদনপত্র সাজেশন এইচএসসি ২০২৩

  • শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।
  • শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
  • বাংলা একাডেমিতে অফিস সহকারী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখ।
  • কোন প্রতিষ্ঠান ব্যবস্থাপকের শূন্য পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখ।
  • এলাকার একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের একটি পত্র লেখ।
  • তোমার এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এর প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের একটি পত্র লেখ।
  • এলাকার আইন শৃংখলার অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এর একটি পত্র লেখ।
  • নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
  • কলেজের নবাগত ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে একটি অভিনন্দন পত্র রচনা করো।
  • অনুষ্ঠান সূচি সহ তোমাদের কলেজে নজরুল জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র লিখ।


সারাংশ সারমর্ম সারসংক্ষেপ বা ভাব সম্প্রসারণ সাজেশন এইচএসসি ২০২৩

এখানে ভাব সম্প্রসারণ এর ওপর ভালোভাবে প্রস্তুত নিলে চলবে। পরীক্ষায় অন্য গুলোর উত্তর লাগবে না।
  • স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন।
  • দাও ফিরে সে অরণ্য লও হে নগর।
  • বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
  • যে সহে সে রহে। 
  • সবার ওপর মানুষ সত্য তাহার উপর নাই।
  • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
  • কীর্তিমানের মৃত্যু নাই।
  • স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
  • দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।
  • প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
  • জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
  • স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো।
  • পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুয়ারে আছে মোর দেবালয়।
  • অর্থই অনর্থের মূল। 
  • স্বার্থ মগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে।
  • আমার একার আলো সে যে অন্ধকার, যদি না সবারে অংশ দিতে পারি তার।
  • মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
  • রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
  • পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে।
  • দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। 


বাংলা সংলাপ রচনা বা খুদে গল্প রচনা সাজেশন

  • এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর সংলাপ।
  • যৌতুক বা পণ প্রথা নিয়ে দুই বান্ধবীর সংলাপ।
  • ধূমপানের ক্ষতিকর প্রভাব জানিয়ে দুই বন্ধুর সংলাপ।
  • শিক্ষা সফর প্রসঙ্গে দুই বন্ধুর কথোপকথন।
  • সম্প্রতি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে পিতা পুত্রের সংলাপ রচনা করো।
  • জলবায়ু সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
  • ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
  • ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক। ফেসবুক সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
  • চাকরির জন্য হাসান ও নিয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে একটি সংলাপ।


বাংলা রচনা বা প্রবন্ধ লিখন সাজেশন

  • তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ
  • বাংলাদেশের পোশাক শিল্প
  • জাতি গঠনে নারী সমাজের ভূমিকা
  • কৃষি কাজে বিজ্ঞান
  • ইন্টারনেট ও আজকের বিশ্ব
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • একুশের চেতনা
  • আমার স্বপ্নের বাংলাদেশ
  • ডিজিটাল বাংলাদেশ
  • দেশের সামাজিক উৎসব
  • পরিবেশ দূষণ ও তার প্রতিকার
  • বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার
  • শিষ্টাচার
  • বিশ্বায়ন ও বাংলাদেশ