HSC Biology suggestion 2023 has released today. This suggestion would be 100% common for all HSC examination candidate student of all boards. HSC exam 2023 is knocking to the door. Therefore, all the students expecting A plus (A+), should take preparation properly for upcoming HSC examination 2023. That is why a common and important HSC Biology suggestion was very much needed. Through the proper analysis of previous year's board questions of all education board and test papers, first, I have given here the Biology first paper suggestion for HSC examination 2023. And then I have given here the Biology second paper suggestion 2023.
Related Suggestions for HSC examination:
- Physics Suggestion for HSC exam 2023
- Chemistry Suggestion for HSC exam 2023
- Mathematics Suggestion for HSC exam 2023
- Biology Suggestion for HSC examination 2023
- HSC Biology Suggestion 2023 Dhaka Board
- HSC Biology Suggestion 2023 Chittagong Board
- HSC Biology Suggestion 2023 Rajshahi Board
- HSC Biology Suggestion 2023 Dinajpur Board
- HSC Biology Suggestion 2023 Cumilla Board
- HSC Biology Suggestion 2023 Sylhet Board
- HSC Biology Suggestion 2023 Jessore Board
- HSC Biology Suggestion 2023 Madrash Board
HSC Biology 1st Paper Suggestion 2023
HSC 2023 Biology 2nd Paper Suggestions
If you are a HSC candidate from science background then hsc biology 1st paper suggestion & question are going to be a challenging exam for you. Even if you are good in Biology, there’s a high probability that you may not carry better marks because of lacking tactics. Biology, a subject so easy but difficult at the same time, has two different parts and most of the times, even good students don’t get good marks in the practical. So, carrying good marks in the written portion is a must. And for doing so, you will need HSC 2022 Biology 1st paper model question and 100% common suggestions. Every candidate from science faculty will be provided all information about every information including routine, model questions and model tests, Question Pattern, Marks distribution, Syllabus,NCTB note book and question bank. We will also tell you all you need to know about question out and all subject suggestions for HSC exam 2022.
BIOLOGY সাজেশন (সৃজনশীল)➡
Chapter 01: শুধু পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য ও দ্বিপদ নামকরণ পদ্ধতি পড়লেই চলবে।
Chapter 02: যাদের বায়োলজি পড়তে ভালো লাগে না বা পড়লে মনে থাকে না তাদের এই অধ্যায় পড়ার দরকার নেই।
Chapter 04: সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও গুরুত্ব, শ্বসন প্রক্রিয়া ও এর গুরুত্ব পড়লেই সৃজনশীল দিতে পারবে।( সবাত শ্বসনের চার ধাপ ও অবাত শ্বসনের দুই ধাপ ভালোভাবে পড়তে হবে)
Chapter 05: এই অধ্যায়টিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে উদ্ভিদের অভাবজনিত রোগ ও লক্ষণ, দ্বিতীয় ভাগে BMR ও BMI এর math ও তৃতীয় ভাগে পরিপাক অংশ। উদ্ভিদের অভাবজনিত রোগ ও লক্ষণ মনে রাখা একটু কঠিন। তাই প্রথম ভাগ থেকে উত্তর না দিয়ে তোমরা দ্বিতীয় বা তৃতীয় ভাগ থেকে দিতে পার। বিগত পরীক্ষাগুলোতে এই তিন ভাগের যেকোনো এক ভাগ থেকে একটি সৃজনশীল আসত। আবার মাঝে মাঝে দুই ভাগ অথবা তিন ভাগ মিলিয়েও প্রশ্ন করে। তবে যেকোনো এক ভাগ থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। BMR ও BMI এর কয়েকটি math করলেই দ্বিতীয় ভাগ থেকে সৃজনশীল আসলে দিতে পারবে। তৃতীয় ভাগ থেকে যকৃত, যকৃতের কাজ, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্তে পরিপাক ও খাদ্য শোষণটুকু পড়লে তৃতীয় ভাগ থেকে সৃজনশীল উত্তর দেওয়া সম্ভব (যদি আসে)
Chapter 06: RBC,WBC, অনুচক্রিকা, রক্তের কাজ, হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি পড়লেই সৃজনশীল এর উত্তর দেওয়া যাবে। তবে 'খ' এর উত্তর দেওয়ার জন্য LDL HDL ধমনী শিরা কোলেস্টেরল ইত্যাদি পড়লেই সৃজনশীল দেওয়া যাবে।
Chapter 08: রেচন,বৃক্কের গঠন, নেফ্রনের কাজ, ডায়ালাইসিস পড়লেই সৃজনশীল দেওয়া যাবে।
Chapter 11: ফুলের বিভিন্ন অংশ, পরাগায়ন, পুড় ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি,নিষেক, ভ্রূণের বিকাশে অমরার ভূমিকা, স্পোরোফাইট সৃষ্টি ইত্যাদি।
Chapter 12: ক্রোমোজোম,DNA, RNA, DNA অনুলিপন,জিন, থ্যালাসেমিয়া, ডারউইনের মতবাদ ইত্যাদি পড়লেই ইনশাআল্লাহ সৃজনশীল দিতে পারবে।
তোমাদের শর্ট সিলেবাসের আটটি অধ্যায় থেকে একটি করে আটটি প্রশ্ন থাকবে। যেকোনো তিনটি দিতে হবে। যারা একটু দুর্বল তারা 1,8,12 অধ্্যায় থেকে উত্তর করতে পার।আশাকরি এই সাজেশনে তোমাদের একটু হলেও উপকারে আসবে।
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২২ ও ডাউনলোড
পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে একটি না একটি সাজেশন ফলো করতে হয়। কিন্তু বাজারে হাজারো সাজেশন। এইচএসসি পরীক্ষার্থীরা হয়ত পড়েছেন বিপাকে কোনটি পড়ব আর কোনটি পড়ব না। আপনারা আমাদের সাজেশন ফলো করুন। আশা করি একশ ভাগ কমন পড়বে। আমরা নিচে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের উপর কিছু সৃজনশীল প্রশ্নের সাজেশন দিব। আশাকরি এইচএসসি পরীক্ষায় কমন পড়বে।
সৃজনশীল প্রশ্ন ১ :
মারুফা খেলতে মাঠে গেল। যাওয়ার সময় ঘাসের উপর একটি পতঙ্গকে লাফ দিতে লক্ষ করল। বাবার কাছে ফিরে এসে, এ পতঙ্গ সম্পর্কে জানতে চাইল। তার বাবা বললেন, “এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। রেচনের বর্জ্য পদার্থ পরিপাকের বর্জ্যরে সাথে নিষ্কাশিত হয়। আমাদের ক্ষেত্রে রক্ত O2 পরিবহন করলেও শ্বসনে এ প্রাণীটির রক্ত তেমন কোনো ভূমিকা রাখে না। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র যেখানে O2 পরিবহনের প্রয়োজনই পড়ে না।”
ক. ওমাটিডিয়াম বলতে কি বুঝ?
খ. ট্রাকিয়ালতন্ত্র কী ? ব্যাখ্যা কর?
গ. রেচন সম্পর্কে মারুফার বাবার উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ লাইনটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২:
“মানব হৃৎপিণ্ড” একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ। যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে থাকে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
ক. অ্যানজাইনা কাকে বলে?
খ. সারফেকটেন্ট কেন ক্ষরণ হয়? ব্যাখ্যা কর
গ. উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :
এক বিশেষ প্রকারের খাদ্য কতিপয় এনজাইম দ্বারা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। অগ্নব্যাশয় থেকে নিঃসৃত দুটি বিপরীতধর্মী হরমোন দেহে এর মাত্রা নিয়ন্ত্রণ করে।
ক. স্থূলতা কাকে বলে?
খ. জৈব রসায়নাগার বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর
গ. উদ্দীপকে উল্লিখিত পরিপাক প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. রক্তে উপাদানটির মাত্রা নিয়ন্ত্রণে হরমোন দুটির ভূমিকা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মৌন প্রজননকারী বহুকোষী প্রাণীর জাইগোট বিভাজিত হয়ে সবুলা ও ব্লাস্টুলা দশা অতিক্রম করে পরবর্তিতে দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীতে পরিণত হয়।
ক. ডায়াপোজ বলতে কি বুঝ?
খ. রুই মাছের রক্ত সংবহণ একচক্রী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত দ্বিস্তরী প্রাণীর শিকার ধরার জন্য ব্যবহৃত কোষটির চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিস্তরী প্রাণী বিভিন্ন কৌশলে চলতে পারে। কথাটি ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ :
এক ধরনের পতঙ্গ পঙ্গপাল নামে পরিচিত। তারা সবুজ শস্যক্ষেত্রে বিচরণ করে।
ক. এলিট্রা কাকে বলে?
খ. পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য লেখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পর্বের তার সনান্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি দর্শণ অঙ্গের কার্যপদ্ধতির ভিন্নতা বিশ্লেষণ করো।
0 Comments